জয়নুল আবেদিন: তুলির আঁচড়ে বাংলাদেশ

জয়নুল আবেদিন (১৯১৪–১৯৭৬) বাংলাদেশের শিল্পকলার অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তাঁকে “শিল্পাচার্য” বলা হয়—শিল্পের আচার্য, শিক্ষক এবং পথপ্রদর্শক। তাঁর গল্প কেবল রঙ আর ক্যানভাসের নয়, এটি সাহস, স্বপ্ন এবং মানুষের প্রতি ভালোবাসার গল্প।
১৯১৪ সালে কিশোরগঞ্জে তাঁর জন্ম। বাড়ির পাশ দিয়ে বয়ে যেত ব্রহ্মপুত্র নদ। নদীর ঢেউ, নৌকা, ক্ষেতের কৃষক আর প্রকৃতির সুরই ছিল তাঁর প্রথম পাঠশালা। ছোটবেলা থেকেই তিনি আঁকতেন—মাটিতে কাঠি দিয়ে, দেয়ালে কয়লা দিয়ে, কিংবা ছেঁড়া কাগজে।
অভাব ছিল জীবনের সঙ্গী। কাগজ, রঙ, তুলি—এসব ছিল বিলাসিতা। তবুও তাঁর হাত থেমে থাকেনি। ১৯৩৩ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট স্কুল অফ আর্টে পড়ার জন্য বৃত্তি পান। সেখানে তাঁর প্রতিভা উজ্জ্বল হয়ে ওঠে।